নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনের ভোট শুরুর আগের দিন নগদ প্রায় ৫ লাখ ডলারসহ এক রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে চাইনিয়েরে ইগউয়ি নামের ওই রাজনীতিবিদকে স্থানীয় সময় শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। তার গাড়ি থেকে ৪ লাখ ৯৮ হাজার ১০০ ডলার উদ্ধার করা হয়েছে।
ইগউয়ি নাইজেরিয়ার প্রতিনিধি পরিষদে বিরোধী দল পিডিপির সদস্য। উদ্ধার করা ডলার কাকে কাকে দেওয়ার পরিকল্পনা ছিল, সে সম্পর্কিত একটি তালিকাও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
নাইজেরিয়ায় আজ শনিবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। দেশটির গত সাধারণ নির্বাচনে রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতি ও অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠেছিল।