গোপনে আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, বলিউড তারকাদের ক্ষোভ

0
162
আলিয়া ভাট

প্রতিবেশী বিল্ডিং থেকে এক নিউজ পোর্টালের দুই আলোকচিত্রী আলিয়ার অলস দুপুরের শান্তি ভঙ্গ করল। তাঁরা এই বলিউড নায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন। জানা গেছে, আলিয়া নাকি তাঁদের হাতেনাতে ধরেছিলেন। আর এতে বেজায় চটে ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন তিনি।

গোপনে আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, বলিউড তারকাদের ক্ষোভ

সেই নিউজ পোর্টালকে এক হাত নিয়েছেন এই বলিউড তারকা। আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে রসিকতা করছেন। আর পাঁচটা দুপুরের মতো আমি আমার বাড়ির বৈঠকখানায় বসেছিলাম। আর তখন আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি উপরের দিকে তাকাতেই দেখি যে পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের ক্যামেরার লেন্স আমাকেই তাক করছে। এবার বলুন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনো দেয়? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? আপনাদের আর আমাদের মধ্যে এক সীমারেখা ছিল, যা তারা আজ অতিক্রম করে ফেলেছে।’ আলিয়া তাঁর পোস্টটি মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন।

গোপনে আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, বলিউড তারকাদের ক্ষোভ

আলিয়ার সঙ্গে সমব্যাথী একঝাঁক বিটাউন তারকা। এব্যাপারে অনেকেই তাঁদের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্ত করেছেন। বলিউড নায়িকা আনুশকা শর্মার সঙ্গে প্রায় এ রকমই এক ঘটনা ঘটেছিল। তিনি তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘এ ধরনের ঘটনা এরা প্রথমবার ঘটায়নি। প্রায় দুবছর আগে এরা আমাদের ছবি চুপিচুপি নিয়েছিল। আর আমরা তা নিজের চোখে দেখেছি। এরপর আমরা এদের এক হাত নিয়েছিলাম। মানুষের গোপনীয়তা আর ব্যক্তিগত সময়কে এরা সম্মান করতে জানে না। এটা সত্যি লজ্জাজনক ঘটনা। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এরা আমাদের কন্যার ছবি পোস্ট করে।’

আনুশকা শর্মা

আনুশকা শর্মা 
ইনস্টাগ্রাম

এদিকে বলিউড নায়িকা জাহ্নবী কাপুর এ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা আমার অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। আমি জিমে থাকাকালীন ওরা বাইরে থেকে আমায় দেখে।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

আর আমার ছবি তুলতেই থাকে। কিছু স্থান একান্ত ব্যক্তিগত হয়। এসব জায়গায় অন্তত এ ধরনের আচরণ থেকে বিরত থাকা উচিত। আমি জানি, এসব আপনাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকা প্রয়োজন। বিনা অনুমতিতে আপনারা যদি এভাবে কারুর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন, তা কখনোই ঠিক নয়।’
অর্জুন কাপুর আলিয়ার সমর্থনে বলেছেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এটা এমন এক ঘটনা, যা সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। একজন নারী তাঁর নিজের বাড়িতেও সুরক্ষিত নয়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.