বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

0
151
ফাইল ছবি

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আবারও জাতিসংঘের কাছে দাবি জানাব বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার জন্য। বাংলাকে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা একুশের চেতনায় বিশ্বাস নন, তারা একাত্তরের চেতনাও বিশ্বাস নন। কারণ একাত্তর ও একুশের চেতনা একই সূত্রে গাঁথা। আজকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চেতনাবিরোধী সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তিকে  পৃষ্ঠপোষক দিচ্ছে বিএনপি। এই অপশক্তি, অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে।’

আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করছে—বিএনপির এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ১৯৭৫ সালে যে দল গঠন করা হয়েছিল, সেটা এক দল নয়; সেটা ছিল সব দলের সমন্বয়ে জাতীয় দল।’

ওবায়দুল কাদের আরও বলেন, ১৯৭৫ সালে গঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিক দরখাস্ত দিয়েছিলেন। যে দলে জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যোগদান করেছিল, সেই দল নিয়ে কটাক্ষ করার অধিকার তাদের নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.