ব্যবহারকারীদের পেজ ও অ্যাকাউন্ট ভেরিফায়েডের ক্ষেত্রে অর্থের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশন চালু করতে যাচ্ছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেটার অধীনে থাকা বড় তিন প্ল্যাটফর্ম। চলতি সপ্তাহেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ সেবা চালু করতে যাচ্ছে মেটা।
অচিরেই অন্য দেশগুলোতে এ সেবা চালু হবে বলে জানান মেটার প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব তথ্য জানান।
প্রতি মাসে ১৮ দশমিক ৯৯ মার্কিন ডলারে আইওএস ব্যবহারকারীরা এবং ১১ দশমিক ৯৯ ডলার দিয়ে ওয়েব ভার্সনের ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাবেন।
কিছু দিন আগে টুইটার অর্থের বিনিময়ে ভেরিফায়েড ব্লু ব্যাজ সেবা চালু করে। অন্যদিকে ট্রুকলারসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্টের সুবিধা দিয়ে আসছে।