গোলখরাই তো! আর্সেনাল ম্যাচের আগে টানা তিন ম্যাচে গোলহীন ছিলেন আর্লিং হলান্ড। চলতি মৌসুমে হলান্ডের পারফরম্যান্স বিবেচনায় নিলে টানা তিন ম্যাচে গোল না পাওয়াকেই তো গোলখরাই বলতে হবে। অবশ্য আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই তিনি তাঁর গোলখরা কাটিয়েছেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়াকে হলান্ডও সম্ভবত গোলখরা হিসেবেই দেখেছেন। ম্যাচ শেষে তাঁর কথাতে তো সেই আঁচই পাওয়া যায়।
আর্সেনালের বিপক্ষে গতকাল শেষদিকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন এই নওরেজিয়ান স্ট্রাইকার। যেটি প্রিমিয়ার লিগে তাঁর ২৬তম গোল, এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। আর মৌসুমে সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ৩২টি। লিগের সর্বোচ্চ গোলদাতা হলান্ড ম্যাচ শেষে বলেছেন, ‘সর্বশেষ গোলটাও করেছি ২০ মিনিট হয়ে গেল, সুতরাং আমার আরও পরিশ্রম করে যেতে হবে।’ হলান্ডের এই কথাতেই প্রমাণিত হয়, গোল পেতে কতটা উন্মুখ হয়ে থাকেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড তারকা।