কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেত্রীদের হাতে নির্যাতনের শিকার ছাত্রী ক্যাম্পাসে যেতে চান। কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজ বুধবার সকালে ওই ছাত্রী মুঠোফোনে বলেন, ক্যাম্পাস থেকে ছাত্র উপদেষ্টা ফোন করে দেখা করতে বলেছেন। বলেছেন দুপুর ১২টায় যেতে। কিন্তু তিনি পাবনায় গ্রামের বাড়িতে আছেন। কীভাবে দেখা করবেন, বুঝতে পারছেন না। এ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত রোববার রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন প্রথম বর্ষের ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ওই ছাত্রী গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।