ডুবোচরে আটকে গেল লঞ্চ, ৯৯৯-এ কলে উদ্ধার ১৭৫ পর্যটক

0
117
রাঙ্গামাটিতে ডুবোচরে আটকে গেল ১৭৫ পর্যটকবাহি লঞ্চ,

রাঙামাটির কাপ্তাই হ্রদে শিক্ষা সফরে গিয়েছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৭৫ জন শিক্ষক-শিক্ষার্থী। ফেরার পথে হ্রদের ইয়ারিং নামক স্থানে চরে আটকে পড়ে তাঁদের লঞ্চ। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও সেখান থেকে বের হতে না পেরে অবশেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আবু তাহের ভূঁইয়া জানান, সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে কাপ্তাই হ্রদের শুভলংসহ বিভিন্ন স্থানে ঘুরতে যান তাঁরা। বিকেলে হ্রদের মধ্যে চর এলাকায় তাঁদের ভাড়া করা লঞ্চ আটকে যায়। চালকরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারছিলেন না। এতে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেন তাঁরা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম বলেন, তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ কাজে নৌ পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.