মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিশিবির গুয়ান্তানামো বে থেকে ২০ বছর পর মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মাজিদ খান নামের ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে।
২০০৩ সালে মাজিদ খানকে পাকিস্তান থেকে আটক করা হয় এবং এর বছর তিনেক পর মধ্য আমেরিকার দেশ গুয়ান্তানামো বে বন্দিশিবিরে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে মাধ্যমিক স্কুলে পড়াশোনা করা মাজিদ খান টুইন টাওয়ারে হামলার ঘটনার পর আল-কায়েদায় যোগ দিতে পাকিস্তান চলে যান বলে জানায় পেন্টাগন।
মুক্তির পর মাজিদ খান বলেন, ‘আজ মনে হচ্ছে নতুন করে জন্ম নিলাম। নতুন করে আবার পৃথিবীতে প্রবেশ করলাম। আমাকে মুক্তি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শেষমেষ এটা হলো।’
বন্দিশিবিরটিতে আর ৩৪ জন বন্দি সেখানে রয়েছেন যাদের মধ্যে ২০ জন অন্যত্র স্থানান্তরের যোগ্য। জো বাইডেন নির্বাচনের আগে গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের অংশ হিসেবে বন্দিদের আটকে রেখে নানা রকম অত্যাচার নির্যাতনের জন্য ২০০২ সালে কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে গুয়ান্তানামো বে বন্দিশিবিরটি তৈরি করা হয়। সূত্র: আলজাজিরা