ববি জানান, ‘মেঘনা কন্যা’ ছবিতে আট দিনের শিডিউল ছিল তাঁর। লোকেশনটি ছিল চর অঞ্চলে, যা বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে ট্রলারে আসতে হয়।
তিনি বলেন, ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’
নিজের অসুস্থতা নিয়ে ববি আরও বলেন, ‘আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পরপর নেবুলাইজার ব্যবহার করতে হয়।’
চিকিৎসক ববিকে অন্তত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।