বুমরাহকে নিয়ে ‘তাড়াহুড়ো’, সতর্ক করলেন রোহিত

0
179
জাসপ্রিত বুমরাহ

ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহকে তড়িঘড়ি করে মাঠে ফেরালে ফল খারাপ হতে পারে বলে সতর্ক করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে রাখা হলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নেওয়া হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলবে। ওই টেস্ট সিরিজে বুমরাহকে পাওয়ার প্রশ্নে রোহিত বলেন, ‘বুমরাহ’র খেলার বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। তবে তিনি প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে।’

ইনজুরির কারণে বুমরাহ গত বছরের শেষে টি-২০ ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলতে পারেননি। মিস করেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপও। টেস্ট দিয়ে তার মাঠে ফেরার বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘আমি প্রত্যাশা করছি যে, ঠিক প্রত্যাশা নয়, আশা করছি; সিরিজের শেষ দুই ম্যাচে তিনি খেলতে পারবেন।’

বুমরাহকে নিয়ে কোন ঝুঁকি নেবেন না জানিয়ে রোহিত বলেন, ‘কোমরের ইনজুরি সবসময়ই বেশ জটিল। আমরা তাকে নিয়ে কোন ঝুঁকিতে যেতে চাই না। অনেক ক্রিকেটার উঠে আসছে, আমরা বিষয়টিকে অন্যদের উঠে আসার সুযোগ হিসেবে দেখব। আমরা নিয়মিত ন্যাশনাল একাডেমির চিকিৎসক ও ফিজিওদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

গত সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন বুমরাহ। ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়। ছয় মাস বিশ্রাম নেওয়ার পর তিনি অনুশীলনে ফেরেন। অনুশীলনে ফেরার আরও তিন সপ্তাহ পরে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে আরও সময় লাগবে জানিয়ে তাকে দল থেকে প্রত্যাহার করে নেয় বিসিসিআই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.