এর আগে সকাল ৬টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হামিদ উল্লাহ (২৭) নামের তরুণ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মুহিব উল্লাহ (২৫) নামের একজন আহত হয়েছেন।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মিয়ানমারের শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে গোলাগুলি হচ্ছে। আর কোনো রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে ঢুকতে দেওয়া হবে না। কারণ, তাঁরা মিয়ানমারের। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে।