গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি গির্জায় বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে।
স্থানীয় সময় রোববার দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর কিভু প্রদেশের কাসিন্দি শহরের একটি গির্জায় এই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সরকারি এক মুখপাত্র জানান, উগান্ডার সীমান্তবর্তী এলাকার গির্জাটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।
তবে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সামরিক অভিযান চালানো উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র বিলাল কাটাম্বা রোববার সন্ধ্যায় দাবি করেন, হামলায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
তিনি বলেন, ‘হামলাকারীরা আইইডি ব্যবহার করে এই হামলা চালায় এবং আমরা সন্দেহ করছি মিত্র গণতান্ত্রিক বাহিনী (এডিএফ) এই হামলার পেছনে রয়েছে।’
তবে বিলাল কাটাম্বা হামলার পেছনে এডিএফের হাত থাকতে পারে বলে সন্দেহ করলেও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এএফপি বলছে, জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।