রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস

0
167
তীব্র শীতের কবল থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা খুব বেশি না কমলেও এবার শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের কবল থেকে বাদ যায়নি রাজশাহীও। রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে এ দিন রাজশাহীর আকাশে কুয়াশা ও মেঘ ছিলো না। তাই সকালেই সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের কনকনে হিমেল হাওয়া বইতে থাকায় শীতে স্থবির জনজীবন।

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকবে। আকাশের মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা নিচে নেমে গেছে। তাপমাত্রা আরও নিচে নামবে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.