টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী মনামী ঘোষ; হইচইয়ের ‘মৌচাক’ সিরিজে বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন ৩৮ বছর বয়সী মনামী।
সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল; মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। শিগগিরই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।
ছবি: ইনস্টাগ্রাম
মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় শুরু করেন মনামী; এরপর দুই দশক ধরে সিরিয়াল, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী।
ছবি: ইনস্টাগ্রাম
সিরিয়ালের বাইরে ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বেও দেখা গেছে তাঁকে।
বৈরী আবহাওয়া কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি...
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডাক,...