এর আগে বাংলাদেশ প্রথম সেট জেতে ২৫-১৮ পয়েন্টে। কিন্তু দ্বিতীয় সেটে কিরগিজস্তান ২৫-১৫ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সমতায় ফেরে। এরপর তৃতীয় সেটেও কিরগিজস্তান জেতে ২৫-২২ পয়েন্টের ব্যবধানে। এই সেটটি শেষ হতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। এরপর চতুর্থ সেটে বাংলাদেশ আবারও দারুণভাবে খেলায় ফেরে। ২৫-১৯ সেটে ম্যাচ জিতে খেলা জমিয়ে তোলে তানভীর হোসেনরা। এরপর নাটকীয়তায় ভরা শেষ সেটটি জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের চেয়ে ফিটনেস ও উচ্চতায় অবশ্য এগিয়ে ছিল কিরগিজস্তান। কিন্তু ঘরের মাঠের সুবিধাটা ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। যখনই পিছিয়ে পড়েছে খেলায়, বাদ্যবাজনা বাজিয়ে, তুমুল চিৎকার করে দর্শকেরা উৎসাহ দিয়েছেন বাংলাদেশকে। প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশ।