কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জালে প্রথমার্ধে দুই গোল দেয় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে মেসি দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে ম্যাচে ৩-৩ গোলে সমতায় ফিরেছে।
ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে নেন লিওনেল মেসি। ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করে। উসমান ডেম্বেলের সঙ্গে আলতো ধাক্কা লাগতেই পড়ে যান তিনি। মেসি তা থেকে আসরের ষষ্ঠ গোল করেন। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আকাশি-সাদারা। বল জালে পাঠান ডি মারিয়াঠ
প্রথমার্ধে কোন সুযোগই করতে না পারা ফ্রান্স ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে। কোলো মুয়ানিকে ফাউল করে ফ্রান্সকে পেনাল্টি দেন নিকোলাস ওটামেন্ডি। এক মিনিটের মধ্যে মার্কাস থুরামের পাস ধরে এমবাপ্পে দ্বিতীয় গোল করেন। আসরের সর্বোচ্চ সাত গোল লেখান নিজের নামের পাশে।
দুই গোল খাওয়ার আগ পর্যন্ত ম্যাচ ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। সমতায় ফেরার পরে যোগ করা সময়সহ ম্যাচের বাকি ১৫ মিনিট কর্তৃত্ব করে খেলে ফ্রান্স। এমবাপ্পে, থুরাম ভালো দুটি সুযোগ তৈরি করেন।
ইতালি ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। অন্যদিকে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ আর্জেন্টিনার। বিশ্বকাপ ছুঁয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পালা মেসির। মর্যাদার ওই লড়াইয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও আর্জেন্টিনা।