জাহিদ হাসানের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। রুমা বেগম গৃহিণী। লাবণী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও মো. ইয়াসিন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে রুমা বেগম বলেন, তাঁরা ডওহরগাঁও এলাকায় একটি দুইতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। প্রতিদিনের মতো আজ সকাল ছয়টার দিকে তিনি ঘুম থেকে উঠে রান্নাঘরে যান। রান্নাঘরে দেশলাই জ্বালাতেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। তাঁর চিৎকার শুনে এগিয়ে আসা স্বামী ও দুই সন্তানও দগ্ধ হন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরে জমে ছিল। ওই নারী রান্না করার জন্য দেশলাই জ্বালানোর পর ঘরে আগুন ধরে যায়।