ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদপত্রটিকে বলেছেন, বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।
পুতিন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুই নেতার মধ্যে বৈঠকটি সশরীরে হওয়ার সম্ভাবনা কম।
বেনামি সূত্রটির বরাত দিয়ে দৈনিক ভেদোমোস্তি আরও বলেছে, বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে কাজ চলছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিশেষ করে এই অভিযান শুরুর পর সম্পর্কের দিক দিয়ে চীনের আরও কাছাকাছি এসেছে রাশিয়া।