আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে গরবা রেস্তোরেন্টে পাঁচ দিনব্যাপী “Women Move Mountains” ইভেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান। ভিন্ন ধর্মী এ উদ্যোগটি গ্রহন করেছে ‘গরবা রেস্তোরেন্ট এন্ড আর্ট গ্যালারী’ ও ইভেন পার্টনার স্বয়ং ,আর্য্যেশ্বরী বুটিকস।।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান বলেন ‘এমন উদ্যোগ পার্বত্য সমাজ ও সংস্কৃতিতে এবং নারীদের আত্ম কর্মসংস্থানে অনুপ্রাণিত করবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে প্রশংসা ও ধন্যবাদ জানান।
আয়োজক ও ‘গরবা রেস্তোরেন্ট এন্ড আর্ট গ্যালারী’র ব্যবস্থাপক বাদশা ফয়সাল এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি বলেন, আজ ১১ডিসেম্বর, আন্তর্জাতিক পর্বত দিবস। পর্বতবাসীদের জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে এই দিবসটি পালন করা হচ্ছে। আমরা পাহাড়ের মানুষ। পাহাড়ই আমাদের ভিত্তি। পাহাড়কে ঘিরেই জন্ম থেকে আমৃত্যু বসবাস আমাদের।
পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, পোষাকের পসরা ও বাহারি খাবারের প্রদর্শনী থাকছে এই আয়োজনে।
রাঙামাটিতে গরবা’র উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্বত দিবস ২০২২ পালন করার আমার ক্ষুদ্র প্রয়াস। এ বছরের প্রতিপাদ্য বিষয় “Women Move Mountains” । আর একথা মাথায় রেখে আগামীকাল আমাদের কয়েকজন শ্রদ্ধার ও ভালোবাসার নারী ব্যক্তিত্বগণকে সম্মাননা প্রদান করা হবে। পাহাড়কে এগিয়ে নিতে তাঁদের অবদানের কথা সামনে রেখে খুবই ক্ষুদ্রাতিক্ষুদ্র এ উদ্যোগ, তবুও সফল করার জন্য আন্তরিক প্রচেষ্টা আমার ও আমার টিমের।
এই দিবসটি ব্যক্তিগতভাবে আমাকে ভীষন আলোড়িত করে। বাংলাদেশে ২০১৫ সালে শুরু করেন পাহাড়ের আলোকবর্তিকা নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মহোদয়, আন্তর্জাতিক পর্বত দিবসটি উদযাপনের তিনিই প্রবর্তক।
আমাদের আয়োজন তখনই স্বার্থক হবে যদি রাঙামাটিবাসী আন্তর্জাতিক পর্বত দিবস-২০২২ এর আয়োজনটি দেখতে আসেন।আন্তর্জাতিক পর্বত দিবস-২০২২ এর শুভেচ্ছা সবাইকে।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।