বুড়িগঙ্গায় নৌকা পারাপার বন্ধ

0
184
ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে বুড়িগঙ্গা নদীর নৌকা পারাপার বন্ধ রয়েছে

ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে বুড়িগঙ্গা নদীর নৌকা পারাপার বন্ধ রয়েছে। নৌকা বন্ধ থাকায় মাঝিরা হতাশা প্রকাশ করেছেন। মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়বঞ্চিত হওয়ায় অনেকে ক্ষুব্ধ।

মোহাম্মদপুরের বসিলা সেতু দক্ষিণ প্রান্ত থেকে খোলামোড়া ঘাট, মান্দাইল মসজিদ ঘাট, জিনজিরা ফেরীঘাট, বাঁশপট্টি ঘাট, আগানগর ব্রীজ ঘাট, কালীগঞ্জ ঘাট, তেল ঘাট, কোন্ডা ঘাটসহ ১০ থেকে ১৫টি ঘাটের নৌকা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

সদরঘাটের পোশাক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমরা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেতে পারছি না।’

নৌকার মাঝি দেলোয়ার হোসেন বলেন, ‘কেরাণীগঞ্জের নেতাদের নির্দেশনায় শত শত নৌকা বন্ধ রয়েছে। আমার একদিনে যে আয় হতো তা এখন কে দেবে। আমরা শুধু বলির পাঠা হচ্ছি। আমাদের দেখার কেউ নেই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.