বন্ধুত্ব নষ্ট করবেন না: মার্কিন রাষ্ট্রদূতকে ওবায়দুল কাদের

0
228

নির্বাচন ও আদালতপাড়া নিয়ে ‘অযাচিত মন্তব্য’ করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নষ্ট না করতে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বন্ধুত্ব নষ্ট করবেন না। বাংলাদেশ আমেরিকার সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখতে চায়।

‘যুক্তরাষ্ট্রের নির্বাচনেও মানুষ মারা গেছে’ উল্লেখ করে কাদের বলেন, আমরা ৬ জানুয়ারি আমেরিকার গণতন্ত্রের চেহারা দেখেছি। আজ পর্যন্ত এক পক্ষ ফলাফল মেনে নেয়নি। নির্বাচনী জালিয়াতি বাংলাদেশেই শুধু বলা হয় না। এ শব্দ এখন আমেরিকায় ব্যবহার হচ্ছে। পাঁচজ লোকও মারা গেছে। কংগ্রেস আক্রান্ত, ন্যান্সি পেলোসি কীভাবে লুকিয়ে ছিল সে দৃশ্য আমরা দেখেছি।

এর আগে গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে আমরা উদ্বিগ্ন।

একইসঙ্গে আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

এছাড়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সহিংসতার ঘটনাগুলো তদন্তের আহবান জানান পিটার হাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.