আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন রদ্রিগো ডি পল। তাতে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। তবে এই তারকা মিডফিল্ডার সেসব উড়িয়ে দিয়ে জানালেন, সবকিছু ঠিক আছে।
আগামীকাল শুক্রবার কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। লুসাইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
ম্যাচের আগে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিন সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করলেও ফুটবল খেলেননি রদ্রিগো ডি পল। তখনই আলবেসেলিস্তাদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ডি পল দাবি করেছেন, তিনি ঠিক আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।’