কেন এটাই সেরা বিশ্বকাপ

0
193
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ছবি: রয়টার্স

কাতারে উপস্থিত দর্শকদের প্রশংসা করতে গিয়ে ফিফা সভাপতি আরও বলেন, ‘এটা অবশ্য আমরা ইতিমধ্যেই জানি যে নান্দনিক স্টেডিয়ামে দারুণ সব খেলা হয়েছে। পাশাপাশি যেসব মানুষ এখানে উপস্থিত ছিলেন, তাঁরাও দুর্দান্ত ছিলেন। এখানে গড়ে ৫১ হাজার দর্শক উপস্থিত ছিলেন।’

গ্যালারিতে ফিফা সভাপতি ইনফান্তিনো

গ্যালারিতে ফিফা সভাপতি ইনফান্তিনো
ছবি: রয়টার্স

শুধু স্টেডিয়াম কিংবা দোহার রাস্তাতেই নয়, টেলিভিশনেও ফুটবল উপভোগ করা দর্শকসংখ্যাও নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি, ‘টেলিভিশনে সংখ্যাটা রেকর্ড ভেঙেছে। আমরা ইতিমধ্যে ২০০ কোটির বেশি দর্শক পেয়েছি, যা সত্যিই অবিশ্বাস্য! ২৫ লাখ মানুষ দোহার রাস্তায় দাঁড়িয়ে এবং লাখো মানুষ প্রতিদিন স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে উল্লাস করেছেন এবং নিজেদের দলকে সমর্থন দিয়েছেন।’

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দেখা গেছে একের পর এক চমক। সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, তিউনিসিয়া ও মরক্কোও দেখিয়েছে ফুটবলের মঞ্চে এখন আর তাদের ছোট করে দেখার সুযোগ নেই। মরক্কো তো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে।

দারুণ এসব চমক নিয়ে ইনফান্তিনো বলেন, ‘এখন আর বড় দল ও ছোট দল বলে কিছু নেই। সবার মান ছিল কাছাকাছি। প্রথমবারের মতো সব মহাদেশের জাতীয় দল নকআউট পর্বে গেল। এটা দেখায় যে ফুটবল এখন সত্যিই বৈশ্বিক একটি খেলা।’

স্পেন–বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে মরক্কো

স্পেন–বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে মরক্কো
ছবি: রয়টার্স

এত সব অর্জন ও মাইলফলক শুধুই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ‘আমরা আশা করি, ফিফা বিশ্বকাপ যেভাবে শুরু হয়েছে, সেভাবেই এগিয়ে যাবে। আমি নিশ্চিত যে আমরা বিশ্বব্যাপী ৫০০ কোটি দর্শকের মাইলফলক ছুঁতে পারব। আর স্টেডিয়ামের কথা বললে আক্ষরিক অর্থেই সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। আর সবশেষে আমরা চাই বিশ্বব্যাপী মানুষদের একটু আনন্দ দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে। এ জন্যই ফুটবল। এ জন্যই ফুটবল বিশ্বকাপ।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.