সম্প্রতি উত্তর আমেরিকায় সীমিত পরিসরে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধা চালুু করেছে অ্যাপল। এ জন্য ব্যবহার করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক গ্লোবালস্টারের স্যাটেলাইট। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রোতে ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করা যাবে। আলাস্কায় আটকে পড়া ব্যক্তি বেটা সংস্করণ ব্যবহারকারী হিসেবে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করেন।
অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯১১ নম্বরে চলে যাবে। ফলে স্থানীয় উদ্ধারকারী দল আইফোন ব্যবহারকারীদের উদ্ধার করতে পারবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া