ফেসবুক পেজ বা প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজের আবেদন যেভাবে

0
216
ফেসবুক

ফেসবুক পেজ বা প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজের আবেদনের জন্য প্রথমে ফেসবুকে লগইন করে www. facebook.com/help/contact/295038365360854 ঠিকানার ভেরিফিকেশন ব্যাজ রিকোয়েস্ট ওয়েবপেজে যেতে হবে। এবার ফেসবুক পেজ না প্রোফাইল কোনটি ভেরিফায়েড করবেন, তা উল্লেখ করে ফেসবুকের নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

ফেসবুক পেজ বা প্রোফাইলে বিনা মূল্য ভেরিফায়েড ব্যাজ যুক্ত করা যায়, সূত্র: স্ক্রিনশট

ফেসবুকের কাছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনার পরিচিতির সত্যতা নিশ্চিতের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পানি-বিদ্যুতের বিলের অনুলিপি আপলোড করতে হবে। এরপর প্রোফাইল বা পেজ যাচাইয়ের জন্য বিভাগ নির্বাচন করে আপনি কোন দেশে বসবাস করেন, তা লিখতে হবে। এবার অডিয়েন্স বিভাগে আপনার বন্ধু বা অনুসারীর সংখ্যা জানানোর পাশাপাশি আপনার জনপ্রিয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে সাবমিট অপশন চাপ দিলেই আপনার আবেদন চলে যাবে ফেসবুকের কাছে।

ফেসবুক আপনার আবেদনটি পর্যালোচনা করে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে দেবে। আবেদন বাতিলও করতে পারে সামাজিক যোগাযোগের সাইটটি। আবেদন যাচাইয়ের জন্য সাধারণত ৪৮ ঘণ্টা থেকে ৪৫ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে ফেসবুক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.