ভিডিওতে দেখা গেছে, বান্ডলটি গিয়ে লাভার প্রথম স্তরের ছাইয়ের ওপর পড়ে। লাভার লেকে পড়ার সঙ্গে সঙ্গে বান্ডলটি ডুবে যেতে শুরু করে। এ সময় সেটিতে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুনের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে গলে গিয়ে লেকের মধ্যে ঢুকে পড়ে।
ভিডিওটি ৮৮ লাখ বার দেখা হয়েছে। এতে ‘লাইক’ দিয়েছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘ভালো, ছোট কোনো পদক্ষেপের বড় ধরনের পরিণতি কার্যকারণ পড়ানোর সময় এটা আমার দরকার হবে।’
আরেকজন লিখেছেন, আগ্নেয়গিরির দূষিত গ্যাস মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছেন, তাঁদের সতর্ক থাকা উচিত। কারণ, আগ্নেয়গিরি থেকে কার্বন ডাই–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড নির্গত হয়।