গ্রুপ ‘এফ’ এর সেরা দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। ওই গ্রুপের অন্য বড় দল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছে কানাডা। লিড নিয়েছে ১-০ গোলে।
ম্যাচ শুরু হওয়ার পরেই আক্রমণ ওঠে কানাডা। ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস দেন বুকানন। দুর্দান্তভাবে লাফিয়ে দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন কানাডার আলফনসো ডেভিস।
এবারের আসরকে বলা হচ্ছে অঘটের বিশ্বকাপ। অঘটন না বলে ছোট দলগুলোর সাহসী ফুটবলকে বড় করে দেখা যায়। সাহসী ফুটবলের জন্যই আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব, জার্মানির বিপক্ষে জাপান, বেলজিয়ামের বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। এবার কানাডার চমক দেওয়ার পালা।
            
















