হাতে মুখ ঢেকে নামল জার্মানি, মাঠ ছাড়ল মন খারাপ করে

0
174
ওয়ান লাভ আর্মব্যন্ড পরতে না দেওয়ার প্রতিবাদ জার্মানির। ছবি: টুইটার

রেইনবো রঙয়ের ‘ওয়ান লাভ’ লেখা আর্মব্যান্ড পরে ইংল্যান্ড, ডেনমার্কের মতো মাঠে নামতে চেয়েছিল জার্মানিও। কিন্তু ফিফার অনুমতি না পাওয়ায় ভিন্ন কৌশলে এলজিবিটি কমিটিউনিটির (লেসবিয়ান, গে, বিসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) প্রতি সমর্থন জানাতে হাত দিয়ে মুখ আটকে মাঠে নেমেছিল জার্মানি।

জার্মানির গোলরক্ষক নয়্যারের চোখে রাজ্যের হতাশা। ছবি: এএফপি

ওই পোজে তারা বার্তা দিতে চেয়েছে- আর্মব্যান্ড পরতে না দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করতে মুখ আটকে রাখা একই কথা। ওই ফটোসেশনের বিষয়ে দলটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য দেশের মতো আমরা অধিনায়কের আর্মব্যান্ড দ্বারা বৈচিত্র ও পারস্পারিক শ্রদ্ধার প্রতি সমর্থনে জানাতে চেয়েছিলাম। কারণ মানবাধিকার প্রশ্নে কোন দামাদামি চলে না। আর্মব্যান্ড পরতে না দেওয়া মানে তো মুখ বন্ধ করাই। সেজন্য আমরা আমাদের অবস্থান নিশ্চিত করলাম।’

মুখ বন্ধ করে মাঠে নামা ওই জার্মানি অবশ্য মন খারাপ করে মাঠ ছেড়েছে। বিশ্বকাপে এশিয়ার অন্যতম সেরা দল জাপান। তারা মঙ্গলবার বিশ্বের অন্যতম সেরা দল ও চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক কামব্যাকের গল্প লিখে জয় তুলে নিয়েছে।

গোলে জাপানের উল্লাস। ছবি: এএফপি

ম্যাচের ৮৩ মিনিটে পিছিয়ে পড়ার পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে জার্মানি। সমতায় ফেরার চেষ্টায় দলটির গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার পর্যন্ত গোল করায় আশায় ওপরে উঠে আসেন। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পারা জার্মানির খেলোয়াড়রা এক বুক হতাশা নিয়ে মাঠ ছাড়েন। যা তাদের চোখে মুখে পরিষ্কার ফুঁটে ওঠে।  এর আগে রাশিয়া বিশ্বকাপে জার্মানির এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল। এবারও প্রথম ম্যাচেই হেরে শঙ্কায় পড়ে গেল জার্মানি। কারণ তাদের গ্রুপে আছে শক্তিশালী স্পেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.