লুঙ্গি এদেশের পুরুষদের প্রিয় পোশাক। অনেকে একে জাতীয় পোশাকও বলেন। আমাদের দেশ ছাড়াও লুঙ্গির সূতিকাগার মায়ানমারসহ শ্রীলঙ্কা আর দক্ষিণ ভারতে লুঙ্গি অত্যন্ত জনপ্রিয়। নারীরাও যে এই পোশাক পরেন না তা নয়। তবে হঠাৎই লুঙ্গির লুকে সোয়্যাগ দেখিয়ে সবাইকে তাক লাগিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।


অভিনেতা সিয়ামের একেবারে আলাদা লুকের আসন্ন সিনেমা ‘জংলি’ দেখতে এভাবে লুঙ্গি পরে গেলে কেমন হয় সেই প্রশ্নই করেছেন বুবলী। এখানে সিয়ামকেও লুঙ্গি পরা অবস্থায়ই দেখা যাবে
ছবিতে দেখা যাচ্ছে বেইজ ও বেগুনি বড় চেকের লুঙ্গি পরে বেশ মজার ভঙ্গিমায় পোজ দিচ্ছেন বুবলী।


সঙ্গে পরনে আছে সাদা-গোলাপি ফিটেড চেক শার্ট আর পায়ে কিউট গোলাপি স্যান্ডেল। সব মিলিয়ে বেশ মজা লাগছে বুবলীর এই লুঙ্গি পরা সোয়্যাগ দেখতে।
ছবি: বুবলীর ফেসবুক