0
4
সুপারমডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোছাপা

সুপারমডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোছাপা।
সুপারমডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোছাপা।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ২০২৪ সালের ডিসেম্বরে বাগদানের পর এবারই প্রথম দেখা দিলেন জনসম্মুখে।
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ২০২৪ সালের ডিসেম্বরে বাগদানের পর এবারই প্রথম দেখা দিলেন জনসম্মুখে।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সেলেনা আর বেনিকে বেশ কয়েকবার দেখা গেছে চুম্বনরত অবস্থায়।
সেলেনা আর বেনিকে বেশ কয়েকবার দেখা গেছে চুম্বনরত অবস্থায়।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রাডার পাউডার ব্লু রঙা সাটিন বলগাউনে সেলেনাকে দেখাচ্ছিল মডার্ন সিনড্রেলার মতো। অন্যদিকে ব্লাঙ্কোর পরনে ছিল উলের সাদা টাক্সিডো। নিচে পরেছিলেন একই রঙের ফুলেল নকশার গেঞ্জি।
প্রাডার পাউডার ব্লু রঙা সাটিন বলগাউনে সেলেনাকে দেখাচ্ছিল মডার্ন সিনড্রেলার মতো। অন্যদিকে ব্লাঙ্কোর পরনে ছিল উলের সাদা টাক্সিডো। নিচে পরেছিলেন একই রঙের ফুলেল নকশার গেঞ্জি।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বিশ্ব সংগীতের এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতার সাক্ষী হওয়ার জন্য মুখিয়ে আছে ভক্তরা।
বিশ্ব সংগীতের এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতার সাক্ষী হওয়ার জন্য মুখিয়ে আছে ভক্তরা।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এক বছর ধরে প্রেম করছেন কাইলি আর টিমোথি। এর আগে কাইলি মার্কিন র‍্যাপার ট্রেভিস স্কটের সঙ্গে এক ছাদের নিচে ছিলেন সাত বছর। এক ছেলে ও এক মেয়ের মা কাইলি। ১৯৯৯ সালের ভারসাচের একটি চকচকে রুপালি পিঠখোলা স্লিপ গাউনে লালগালিচায় দেখা দেন কাইলি।
এক বছর ধরে প্রেম করছেন কাইলি আর টিমোথি। এর আগে কাইলি মার্কিন র‍্যাপার ট্রেভিস স্কটের সঙ্গে এক ছাদের নিচে ছিলেন সাত বছর। এক ছেলে ও এক মেয়ের মা কাইলি। ১৯৯৯ সালের ভারসাচের একটি চকচকে রুপালি পিঠখোলা স্লিপ গাউনে লালগালিচায় দেখা দেন কাইলি।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এই জুটিকে বলা হচ্ছে ‘হটেস্ট কাপল অব হলিউড’।
এই জুটিকে বলা হচ্ছে ‘হটেস্ট কাপল অব হলিউড’।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কাইলি ও টিমোথির এই ‘প্রাইভেট ডেট নাইট’–এর ছবি এবারের গোল্ডেন গ্লোব আসরের সবচেয়ে আলোচিত বিষয় বলা চলে।
কাইলি ও টিমোথির এই ‘প্রাইভেট ডেট নাইট’–এর ছবি এবারের গোল্ডেন গ্লোব আসরের সবচেয়ে আলোচিত বিষয় বলা চলে।ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.