৯ মাস পর পৃথিবীতে সুনিতারা, শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন তারকারা

0
7
সুনিতাকে অভিনন্দন জানিয়েছেন তারকারা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা; কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তাঁরা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দেওয়ায় এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি।
বুচ ও সুনিতা গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে (জিএমটি ৫টা ৫ মিনিট) মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। ‘নাসা ক্রু–৯ মিশন’–এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুস্থভাবে পৃথিবীতে ফিরে এলেন দুই মহাকাশচারী। সুনিতাকে অভিনন্দন জানিয়ে কী বললেন বলিউড তারকারা?

মহাকাশচারীদের পৃথিবীতে আসার খবর ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে সুনিতার ছবি ভাগ করে দক্ষিণি ও বলিউড তারকা আর মাধবন লেখেন, ‘প্রিয় সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনাকে স্বাগত। ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। আপনি যে নিরাপদে আছেন, সুস্থ আছেন দেখে খুবই ভালো লাগছে। ২৬০ দিনের বেশি সময় ধরে আপনি মহাকাশে ছিলেন, অসাধারণ একটি সফর শেষ হলো। আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন প্রভু।’
আর মাধবনের পাশাপাশি দক্ষিণি অভিনেতা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পৃথিবীতে আপনাকে আরও একবার স্বাগত। একেই বলে নায়কের মতো প্রত্যাবর্তন। আট দিনের জন্য মহাকাশে গিয়ে ফিরে এলেন ২৮৬ দিন পর। এই ঐতিহাসিক ঘটনার মধ্যে যেমন নাটকীয়তা আছে, তেমনই আছে রহস্য। সত্যিই অসাধারণ।’

সুনিতাদের মহাকাশ অবতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়ে জ্যাকি শ্রফ মহাকাশচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। সুনিতার দক্ষতার প্রশংসা করে রাকুলপ্রীত সিং লিখেছেন, ‘তুমি সত্যি নতুন ইতিহাস তৈরি করলে। তোমাকে নিয়ে আমরা সবাই গর্বিত। অনেক শুভেচ্ছা। এভাবে আমাদের অনুপ্রাণিত দিয়ে যাও।’

অভিনেত্রী মানুষি চিল্লার লিখেছেন, ‘ এই সফলতার পেছনে একদিকে যেমন রয়েছে উন্নত বিজ্ঞান, তেমন রয়েছে তোমাদের কঠিন সময় ধৈর্য রাখার অসম্ভব ক্ষমতা। তোমার মতো নারীরা আমাদের অনুপ্রাণিত করলেন আরও একবার।’ সুনিতাকে শুভেচ্ছা জানিয়ে আরও স্ট্যাটাস দিয়েছেন কারিশমা কাপুর সোনু সুদ, রবি কিষান প্রমুখ।
সুনিতার বয়স ৫৯ বছর। বুচের ৬২ বছর। তাঁরা দুজনই শুরুতে মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক নতুন যান চালানোর পাইলট ছিলেন। পরে নাসায় যোগ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.