৮ মাস পর দেশে ফিরলেন সৌদিতে কারাবন্দি ১০ প্রবাসী

0
7
উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন কামিন্দু মেন্ডিসের (ডানে)এক্স

জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার ১০ প্রবাসী দীর্ঘ ৮ মাস কারাগারে বন্দিদশার পর দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ ও প্রীতিভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। সেখান থেকে ১২ জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।

এরপর দীর্ঘ ৮ মাস কারাগারে বন্দিদশার পর ১০ জন দেশে ফিরলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন বাকি দুজন।

দেশে ফেরত প্রবাসীরা বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্ত হয়েছেন। সৌদি দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি ছিলো বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.