৮ বলে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

0
21
৫ উইকেট পেয়েছেন মহেশক্রিকেট ফিনল্যান্ড

নাম মহেশ তাম্বে। বয়স প্রায় ৪০। এই মিডিয়াম পেসারের নামটা বেশির ভাগ ক্রিকেট সমর্থকদের শোনার কথা নয়। তবে এখন থেকে ফিনল্যান্ডের এই ক্রিকেটারের নামটা মনে রাখতে হতে পারে।

কারণ, বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছেন এই পেসার। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে নিয়েছেন ৮ বলের মধ্যে ৫ উইকেট, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

আগের রেকর্ডটি ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের, যিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে প্রথম ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নেন রশিদ।

কাল তাল্লিনে ভারতীয় বংশোদ্ভূত এই পেসারকে বোলিংয়ে আনা হয় ম্যাচের ১৭তম ওভারে। তাম্বে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন সাহিল চৌহানকে।

মহেশ ৮ বলের মধ্যে নিয়েছেন ৫ উইকেট, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

সাহিল টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান (২৭ বলে)। এই ম্যাচে ১৪ বলে ২৩ রান করেছেন সাহিল। তাম্বে পরের বলেই আউট করেন মোহাম্মদ উসমানকে। এরপর ওভারের শেষ বলে ফেরান ওপেনার স্টেফান গুচকে। নিজের পরের ওভারের প্রথম দুই বলে আউট করেন রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে।

সব মিলিয়ে তিনি বোলিং করেন ২ ওভার।  ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। তাঁর ৫ উইকেটে ১৪১ রানেই গুটিয়ে যায় এস্তোনিয়া। যে রান ওপেনার অরবিন্দ মোহনের ফিফটিতে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখে তাড়া করে ফিনল্যান্ড।

তাম্বের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২১ সালে, সুইডেনের বিপক্ষে। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই পেসারের গড় ২২.২৫, ইকোনমি রেট ৬.৮২। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম ৫ উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.