এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৮ গোলের ম্যাচে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।
১২ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু ১০ মিনিটের মধ্যে তিন গোল করে প্রথমার্ধেই ৩-১ লিড নিয়ে নেয় স্পেন। বিরতির পর খেলায় ফিরতে মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণ করে। এক গোল শোধ দিলেও সমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছিলো। ৯০ মিনিট শেষের পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তারা। যদিও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে নিজেদের দাপট বজায় রাখতে পারেনি স্বাগতিক দল।
অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দিয়ে স্পেনের নায়ক বনে যান বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে সোনা জয়ের স্বাদ এনে দেন তিনি। ১০০ মিনিটে আদ্রিয়ান বের্নাবের থ্রু বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ১২০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে দারুণ শটে স্কোরশিটে নাম লেখান দ্বিতীয়বারের মতো।
অলিম্পিক ফুটবলে এটি স্পেনের দ্বিতীয় সোনা। ৩২ বছর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল তারা।