৭ রানে অলআউট, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড

0
5
মাত্র ৭ রানে প্রতিপক্ষকে অলআউট করেছে নাইজেরিয়ানাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার দেওয়া ২৭১ রাতের জবাবে দলটি মাত্র ৭ রানে অলআউট হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড।
 
রোববার (২৪ নভেম্বর) রাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইজেরিয়া।
 
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রান করে নাইজেরিয়া। সর্বোচ্চ ৫৩ বলে ১১২ রান করেন ওপেনার সেলিম সালাউ। এ ছাড়া সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। শেষ দিকে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন আইজাক ওকপে।

আইভরিকোস্ট বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন নাইজেরিয়ার ব্যাটসম্যানরানাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন
 
জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে আইভোরি কোস্ট। মাত্র ৪৫ বল খেলে দলটি অলআউট হয়েছে ৭ রানে। এরমধ্যে সর্বোচ্চ ৪ রান করেন দলটির ওপেনার উয়াত্তারা মোহামেদ। এ ছাড়া তিনজন করেন ১ রান করে। বাকি ৬ ব্যাটার ডাক মেরেছেন।
 
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইভরি কোস্টের। এখন পর্যন্ত আফ্রিকার দলটি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাজেভাবে। এর আগে সিয়েরা লিওনের কাছে আইভরি কোস্ট হেরেছিল ১৬৮ রানে।
 
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা এতদিন ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। দুটি দলই অলআউট হয়েছিল ১০ রানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.