কাঠমান্ডুতে আজ শেষ হওয়া দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে ৭টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কিন্তু এবার এশিয়ান যুব টেবিল টেনিসের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মূল পর্বের টিকিট মেলে সাফ যুব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ছেলে বা মেয়েদের দলীয় সোনা বা রুপা জিতলে। এর আগে ২০২২ সালে এই ইভেন্টে ছেলেদের বিভাগে সোনা ও ২০২৪ সালে একই বিভাগে রুপা জিতে মূল পর্বে ওঠে বাংলাদেশ। কিন্তু এবার কোনো বিভাগেই রুপা পায়নি বাংলাদেশ।

তবে বাংলাদেশ দলের এমন ফলাফলে সমালোচনা হচ্ছে বর্তমান অ্যাডহক কমিটির। কেউ কেউ বলছেন, ফেডারেশনের ব্যর্থতায় এমন ফল। ভালো প্রস্তুতি কেন নেওয়া হলো না, কেউ কেউ তুলছেন এমন প্রশ্নও। তা ছাড়া ফেডারেশনের নেই ‘টিম স্পিরিট’। সবাইকে এক করে কাজ করা হচ্ছে না, এমন অভিযোগও শোনা যায়।
তবে এটা ঠিক, বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছে বেশি দিন হয়নি। কমিটির ঘোষণা হয়েছে ২৮ জানুয়ারি। কমিটির সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বলেছেন, সাধ্যমতো তাঁরা চেষ্টা করেছেন। কিন্তু মূল খেলোয়াড় হাসিব অসুস্থ থাকায় দল দুর্বল হয়ে যায়। এ কারণে ফাইনালে ওঠা যায়নি। তবে এসএ গেমসকে সামনে রেখে ভালো প্রস্তুতি নেবে টিটি দল।
বাংলাদেশ এবার সাতটি ব্রোঞ্জের মধ্যে পাঁচটি জিতেছে অনূর্ধ্ব–১৯ বিভাগে। ছেলে ও মেয়েদের দলীয় এবং দ্বৈতে ব্রোঞ্জের সঙ্গে ব্রোঞ্জ এসেছে ছেলেদের এককে। বাকি দুইটি ব্রোঞ্জ অনূর্ধ্ব–১৫ বিভাগে ছেলে ও মেয়েদের দ্বৈতে।