বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করবেন। এরপর তাদের সুপারিশগুলো নিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে সব রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
অধ্যপক আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর এগুলো সব রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে ফরেন সার্ভিস একাডেমিতে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী হবে, সেটি ঠিক করা হবে। রাজনৈতিক দলগুলো রাজি থাকলে রোজার মধ্যেও সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশগুলো নিয়ে আলোচনা চলবে।
আজ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল জানিয়ে আসিফ নজরুল বলেন, এই বৈঠকটি ছিল সংস্কার কমিশনগুলোর কাজে অগ্রগতি জানার জন্য। ওই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত এসেছে। এসব সিদ্ধান্ত জানাতেই প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। আশা করা হচ্ছে, ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গ সংস্কার কমিশনের প্রধানেরা মিলে সংস্কার কাজের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্য মেয়াদে কী আছে এবং ভবিষ্যতে নির্বাচনের পর যদি আরও কিছু (সংস্কার) করতে হয়, ছয়টি কমিশন মিলে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
আজকের বৈঠকে সংবিধানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বৈঠকে সংবিধানের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সংবিধানের ক্ষেত্রে কী পদ্ধতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত করা হবে, সেটি নিয়েও আলোচনা হয়নি। সংবিধানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিতে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করলে সংশোধনের ক্ষেত্রে আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারে। আবার সামনের নির্বাচন যদি গণপরিষদ ও সংসদ নির্বাচন একই সঙ্গে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে। তবে এগুলো আলোচনা হয়নি।