দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। তবে টানা চার দিন বন্ধের পর দুদিন আমদানি-রপ্তানি চলবে। পরে আবার বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া বন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর বন্ধ থাকবে। মাঝে ২৫-২৬ অক্টোবর আমদানি-রপ্তানি চলবে। তবে এ সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ২৯ অক্টোবর সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।