এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেন জাপা প্রার্থী

0
74
ভোট দেওয়ার পর জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি নগরীর সুবিদবাজার এলাকার আনন্দ নিকেতন কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে বাবুল তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।

নজরুল ইসলাম বাবুল বলেন, ‘আমি ভোট নিয়ে শঙ্কিত। প্রশাসন থেকে আমার লোকদের হুমকি দেওয়া হচ্ছে। খবর পেয়েছি বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘সুষ্টু ভোট হলে আমি জয়লাভ করব। কিন্তু সুষ্টু হওয়ার কোনো আলামত দেখছি না। ভোটের আগ থেকেই আমার বিরুদ্ধে অপপ্রচারহ নানাভাবে আমাকে চাপে রাখা হচ্ছে। এটা কিসের আলামত।’

সকালে মেঘলা আকাশ ও বৃষ্টির আশঙ্কার মধ্যেই সিসিকের ভোটগ্রহণ শুরু হয়। ইভিএম পদ্ধতিতে সিসিকের ১৯০টি ভোট কেন্দ্রের ১ হাজার ৩৬৭টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র সাবেক ছাত্রলীগ নেতা মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে, যুবদল নেতা মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে এবং জাকের পার্টির জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ইসলামি আন্দোলনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনে ২৭৩ জন সাধারণ কাউন্সিলর ও ৮৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.