বাংলাদেশ: ১৫ ওভারে ৮৫/৬
অবিশ্বাস্য এক শট খেলে লং অফে মোহাম্মদ নেওয়াজকে ক্যাচ দিলেন জাকের আলী। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ঘোর বিপদে বাংলাদেশ। ৯ বলে ৫ রান করেছেন জাকের। শেষ ৬ ওভারে ৬৩ রান দরকার বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমেছেন তানজিম।
আবরার আহমেদের করা ১৫তম ওভারে শামীম–তানজিম তুলেছেন ১২ রান। তাতে শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন দাঁড়িয়েছে ৫১ রান।
বাংলাদেশ: ১৩ ওভারে ৬৮/৫
৬৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। সাইম আইয়ুবকে ছক্কা মারতে গিয়ে লং অফে মোহাম্মদ নেওয়াজের ক্যাচ হয়েছেন নুরুল হাসান। ২১ বলে ১৬ রান করেছেন দলে ফেরা নুরুল। শেষ ২ ওভারে মাত্র ৬ রান তুলতে পেরেছে বাংলাদেশ। নেওয়াজের করা পরের ওভারে এসেছে ৪ রান।
৪২ বলে ৬৮ রান দরকার বাংলাদেশের।
বাংলাদেশ ১০ ওভারে ৫৮/৪
প্রথম ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ৪৬/৪, সমান উইকেট হারিয়ে প্রথম ১০ ওভারে বাংলাদেশ ১২ রান বেশি করেছে। ম্যাচ জিতে ফাইনালে যেতে শেষ ১০ ওভারে ৭৮ রান দরকার বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে ব্যাট করছেন নুরুল হাসান ও শামীম হোসেন। দুজনেই ১টি করে ছক্কা মেরেছেন। আবরার আহমেদের করা ১০ম ওভারে ৯ রান নিয়েছেন দুজন, একটি ছক্কা মেরেছেন শামীম।