৬ উইকেট নিয়ে মোস্তাফিজের রেকর্ড

0
63
৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, আইসিসি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের ৬ উইকেট ছিল না। হিউস্টনে আজ সেই অভাব ঘোচালেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আজ ৪ ওভারে ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে বেলফাস্টে টি-টোয়েন্টি অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনে। ৪-১-১০-৬, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন মোস্তাফিজ।

মোস্তাফিজের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০৪ রান আটকে ফেলেছে বাংলাদেশ। মার্কিনিরা উইকেট হারায় ৯টি। মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন তানজিম হাসান (৪-১-৩২-১), সাকিব আল হাসান (৩-০-২৩-১) ও রিশাদ হোসেন (৪-১-৭-১)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ড গড়েছেন রিশাদ। এর আগে ৪ ওভারে সর্বনিম্ন ৮ রান দিয়েছিলেন মাহমুদউল্লাহ, ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.