৬২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট, অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডটা কে গড়লেন

0
3
বিশ্ব রেকর্ড গড়া অ্যান্ড্রু ব্রাউনলি (সবার বাঁয়ে সামনের সারিতে) সতীর্থদের সঙ্গে, এক্স

৬০ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক!

সেই খবরটি আবার জানা গেল ৬ দিন পর!

অবশ্য এমন হওয়াই তো স্বাভাবিক। কোস্টারিকার গুয়াসিমায় কোস্টারিকা-ফকল্যান্ড আইল্যান্ড ম্যাচের খোঁজখবর রাখার কী দরকার পড়েছে ক্রিকেট বিশ্বের। সেটিও আবার সাধারণ এক দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ। ১০ মার্চের যে ম্যাচটি দিয়েই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক আটলান্টিক মহাসাগরীয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের। সেই ফকল্যান্ড, যার দখল নিয়ে ১৯৮২ সালে যুদ্ধ বেধেছিল ব্রিটেন ও আর্জেন্টিনার। এমন ম্যাচের স্কোরকার্ড নিয়ে কে-ইবা গবেষণা করে।

১০৬তম দল হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফকল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি খেলেছে বুড়ো এক দল নিয়েই। একাদশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়টি বয়সও ছিল ৩১। নয়জনের বয়স ছিল ৪০–এর ওপরে। ওই নয়জনের তিনজনের বয়স আবার ৫৬ পেরিয়েছে। এই তিনের একজন অ্যান্ড্রু ব্রাউনলিই সবাইকে টেক্কা দিয়েছেন। তাঁর বয়স যে ৬২! আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এটি।

সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংলিশ কিংদন্তি উইলফ্রেড রোডসের (৫২ বছর ১৫৬ দিন)
সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংলিশ কিংদন্তি উইলফ্রেড রোডসের (৫২ বছর ১৫৬ দিন), ফাইল ছবি

১৯৬২ সালে জন্মগ্রহণ করা ব্রাউনলি ভেঙেছেন ৬ বছরের পুরোনো রেকর্ড। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই রোমানিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলার দিন তুরস্কের ওসমান গোকেরের বয়স ছিল ৫৯ বছর ১৮১ দিন।

রেকর্ডভাঙা ম্যাচে ব্রাউনলির ফকল্যান্ড কোস্টারিকাকে ৯৪ রানে অলআউট করে দেয়। তবে ব্রাউনলিরা নিজেরা ২৮ রানে অলআউট হয়ে হারে ৬৬ রানে। দশ নম্বরে নেমে ব্রাউনলি ৭ বলে ১ রান করে আউট হন।

ওই ম্যাচের পর আরও পাঁচটি ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে ১১ ও ১২ মার্চ আবার দুটি করে ম্যাচ খেলেছে কোস্টারিকা ও ফকল্যান্ড। ছয় ম্যাচের তিনটিতে খেলা ব্রাউনলি সর্বশেষ খেলেছেন ১২ মার্চ। সেদিন তাঁর বয়স ছিল ৬২ বছর ১৪৭ দিন। তাই আপাতত সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এটিই।

সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বয়স খেলোয়াড় দল বিপক্ষ তারিখ
৬২ বছর ১৪৭ দিন অ্যান্ড্রু ব্রাউনলি ফকল্যান্ড কোস্টারিকা ১২ মার্চ ২০২৫
৫৯ বছর ১১৮ দিন ওসমান গোকের তুরস্ক রোমানিয়া ২৯ আগস্ট ২০১৯
৫৭ বছর ৮৯ দিন জেঙ্গিস আকিয়ুজ তুরস্ক লাক্সেমবুর্গ ২৪ আগস্ট ২০১৯
৫৭ বছর ৬৭ দিন ক্রিস্টিয়ান রোকা জিব্রাল্টার রোমানিয়া ১৪ মে ২০২২
৫৭ বছর ৫৬ দিন সরদার কানসয় তুরস্ক অস্ট্রিয়া ৩১ আগস্ট ২০২৫

সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংলিশ কিংদন্তি উইলফ্রেড রোডস। ১৯৩০ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার দিন তাঁর বয়স ছিল ৫২ বছর ১৫৬ দিন।

সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে খেলার রেকর্ড নেদারল্যান্ডসের নোলান ক্লার্কের। ১৯৯৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ বছর ২৫৭ দিন বয়স ছিল নেদারল্যান্ডসের এই খেলোয়াড়ের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.