৫ ঘণ্টা পর তেজগাঁওয়ের রাস্তা ছাড়লো বিক্ষুব্ধ শ্রমিকরা

0
14
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কোহিনূর কেমিক্যাল কারখানার সামনে অবস্থানরত বিক্ষুব্ধ শ্রমিকরা।

প্রায় ৫ ঘণ্টা পর রাস্তা ছাড়লো রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কোহিনূর কেমিক্যাল কারখানার সামনে অবস্থানরত বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কারখানার এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন তারা।

পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ সময় পর্যন্ত মহাখালি থেকে সাতরাস্তা পর্যন্ত উভয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, কারখানার অভিযুক্ত কর্মকর্তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.