৪ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরিশাল ব্যুরো

0
137
বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে যাচাই বাছাই শেষে ৪ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ভাই দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ এছাহাকও রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

তবে কী কারণে বাতিল করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আঞ্চলিক নির্বাচন অফিসের মুখপাত্রের দায়িত্বে থাকা সহকারী রিটানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মনোনয়নপত্র বাতিল হওয়া অপর ৩ প্রার্থী হলেন- লুৎফুল কবির, মো. আসাদুজ্জামান ও মো. নেছারউদ্দিন।

বিসিসির রিটানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।

নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে এবং ২৬ মে প্রতীক বরাদ্ধ করা হবে। আগামী ১২ জুন ভোট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.