৪ দিন ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ

0
22
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধের আজ চতুর্থ দিন। গেল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।
 
সরেজমিনে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও তা সরাসরি গন্তব্যে যাচ্ছে না। ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি যাত্রীদের খরচও বেশি লাগছে।
 
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে। এতে আয় কমার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বাস চালকরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।
 
তিনি আরও বলেন, শনিবার থেকে যে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.