প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন নেভাতে নেভাতে এগোচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে বস্তির বনানী অংশে আগুনের তীব্রতা বাড়ছে।
বাসিন্দারা অভিযোগ করেন, আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চাইছি কিন্তু এখনও পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে? এ সময় আন্দোলনের সময় হেলিকপ্টার পাওয়া যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।


















