৪৮ ঘণ্টা পরই রাজত্ব হারাল পাকিস্তান

0
139
রান নিতে গিয়ে রিজওয়ানের পড়ে যাওয়ার মতোই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে নেমে গেছে পাকিস্তান, এএফপি

তিন দিনও টিকল না পাকিস্তানের রাজত্ব। শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিতে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল পাকিস্তান। রোববার রাতে একই দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে তিনে নেমে গেছে বাবর আজমের দল।

গত ২১ বছরের মধ্যে আর কোনো দল এত কম সময়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পিছলে পড়েনি। এ ক্ষেত্রে বাবররা ভেঙেছেন ইংল্যান্ডের রেকর্ড। এ বছরের জানুয়ারিতে শীর্ষে ওঠার তিন দিন পরই ভারতের কাছে জায়গা খুইয়েছিল ইংলিশরা। এবার পাকিস্তান এক নম্বর স্থান খোয়াল অস্ট্রেলিয়ার কাছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের অবস্থান ছিল পাঁচে। প্রথম চার ওয়ানডের সব কটি জিতে এক সপ্তাহের মধ্যে শীর্ষে উঠে আসে বাবরের দল। ২০০২ সালের অক্টোবরে মাসিক ভিত্তিতে আইসিসি ওয়ানডে রেটিং চালু হওয়ার পর এবারই প্রথম এক নম্বরে জায়গা করে নেয় পাকিস্তান। বাবরদের এই সাফল্যে টুইট করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তবে ওই সময়েই দ্রুতই শীর্ষস্থান হারিয়ে ফেলার শঙ্কা ছিল। কারণ, পাকিস্তানের সমান ১১৩ রেটিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া ও ভারতেরও। ম্যাচ অনুপাতে পয়েন্ট বেশি থাকায় ভগ্নাংশের ব্যবধানে শীর্ষে ওঠে পাকিস্তান, যে জায়গা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও জয় দরকার ছিল।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেটি করতে পারেনি পাকিস্তান। কিউইদের ২৯৯ রান তাড়া করতে নেমে ইফতিখার আহমেদের ৯৪ রানের অপরাজিত ইনিংসের পরও ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

৪৭ রানের হারে একটি রেটিং পয়েন্ট কমে গেছে বাবরদের। যে কারণে নেমে যেতে হয়েছে তিনে। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আবারও অস্ট্রেলিয়া, সমান রেটিং নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.