৪৭তম বিসিএসে পৌনে ৪ লাখ আবেদন, প্রিলি পরীক্ষা জুনে হতে পারে

0
9
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আবেদনের পর সফলভাবে ফি পরিশোধকারীরা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

পিএসসি সূত্র জানায়, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুনে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.