৪৫ ডিগ্রি তাপমাত্রায় হিট স্ট্রোক: শাহরুখ খান কেমন আছেন, জানালেন বন্ধু জুহি চাওলা

0
30
শাহরুখের দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা, সংগৃহীত

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। শাহরুখের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন পড়েন।
শাহরুখ এখন কেমন আছেন? তাঁর বান্ধবী ও কেকেআরের অন্যতম কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা জানান, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। হি চাওলা বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকেই শাহরুখ অসুস্থ ছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। ঈশ্বর শাহরুখকে রক্ষা করেছেন। সব ঠিক থাকলে আগামী রোববার আইপিএল ফাইনাল ম্যাচে নিজের দল কেকেআরকে সমর্থন করতে গ্যালারিতে থাকবেন তিনি।’

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের পর গতকাল মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাহরুখ খান
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের পর গতকাল মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাহরুখ খানছবি: এএফপি

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন এই তারকা। তাঁর সঙ্গে কন্যা সুহানা খান, পুত্র আব্রাম, ব্যবস্থাপক পূজা দদলানিও ছিলেন। জুহি চাওলা, তাঁর স্বামী জয় মেহেতা, অনন্যা পান্ডে, শানায়া কাপুরসহ আরও অনেকে ছিলেন।

মঙ্গলবার আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তাই তাপপ্রবাহের মধ্যে গতকাল বুধবার হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। গতকাল শাহরুখকে দেখতে কেডি হাসপাতালে গিয়েছিলেন স্ত্রী গৌরী খান, জুহি চাওলা ও জয় মেহেতা।

শাহরুখ খান। এএফপি
শাহরুখ খান। এএফপি

শাহরুখকে শেষ পর্দায় দেখা গিয়েছিল রাজকুমার হিরানীর ‘ডানকি’ ছবিতে। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। মেয়ে সুহানা এই ছবিতে অভিনয় করতে চলেছেন। বাবার হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। জুলাই থেকে শাহরুখ এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে। গতকাল সুহানার জন্মদিন ছিল। ২৪–এ পা দিলেন এই তারকা-কন্যা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.