৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ২৪তম পর্বে বাংলা ভাষা বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. মৌনতা
খ. দীনতা
গ. মিত্রতা
ঘ. ভারসমতা
২. কোন বানানটি অশুদ্ধ?
ক. বিপৎসংকেত
খ. বিভীষিকা
গ. প্রজ্জলন
ঘ. উচ্ছ্বাস
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৩
৩. কোন বাক্যটি শুদ্ধ?
ক. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ. অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
গ. সদা সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়
ঘ. অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
৪. ‘Manifesto’–এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ইশতেহার
খ. জনশক্তি
গ. গণসংযোগ
ঘ. প্রচারপত্র
৫. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্রুম
খ. কুহক
গ. প্রসূন
ঘ. কুঞ্জর
৬. ‘হ্রাস’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বেশি
খ. বর্ধন
গ. অনেক
ঘ. বৃদ্ধি
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৮
৭. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ২টি
খ. ১১টি
গ. ২৫টি
ঘ. ৩২টি
৮. ‘বর্ণ’ কীসের প্রতীক?
ক. শব্দ
খ. অক্ষর
গ. স্বরবর্ণ
ঘ. ধ্বনি
৯. ‘দোকান’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. আরবি
গ. পর্তুগিজ
ঘ. তুর্কি
১০. সত্য>সইত্য; কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. অভিশ্রুতি
খ. বিপ্রকর্ষ
গ. অপিনিহিতি
ঘ. ধ্বনি বিপর্যয়
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩
১১.সঠিক প্রকৃতি-প্রত্যয় নয় কোনটি?
ক. শোক =শুচ্+অ
খ. চরিত্র = √র্চ + ইত্র
গ. গ্রহণ = √গ্রহ + অন
ঘ. তীর্থ = √তৃ + অ
১২. ‘কুশীলব’কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. দ্বন্দ্ব
১৩. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. রীতিসিদ্ধতা
১৪. সঠিক সন্ধি বিচ্ছেদ নয় কোনটি?
ক. বদ্ + জাত = বজ্জাত
খ. মত + ঐক্য = মতৈক্য
গ. অনু + ঈত = অন্বিত
ঘ. উৎ + ডীন = উড্ডীন
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০
১৫. ‘কামরা’কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. পর্তুগিজ
গ. আরবি
ঘ. ফরাসি
১৬. ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক. মায়াবি-মায়াবিনী
খ. যোগী-যোগিনী
গ. কাঙাল-কাঙালিনী
ঘ. কুহুক-কুহুকিনী
১৭. কোনটি নাম বিশেষণের উদাহারণ?
ক. হলদে
খ. দৈনিক
গ. ভালো
ঘ. সকালে
১৮. ‘ভাঁড়ে মা ভবানী’ বাগধারাটির অর্থ কী?
ক. নিঃস্ব অবস্থা
খ. ত্রাণকর্তা
গ. মুখ্য ব্যক্তি
ঘ. অতি কাজের লোক
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫
১৯. ‘যে ভিক্ষা চায় তাকে দান কর’—কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. খণ্ডবাক্য
২০. ‘এ মাটি সোনার বাড়া’–এ উদ্ধৃতিতে ‘সোনা’কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. উপাদানবাচক বিশেষ্য
খ. বিশেষণের অতিশায়ন
গ. রূপবাচক বিশেষ্য
ঘ. বিধেয় বিশেষ
মডেল টেস্ট-২৪ (বাংলা ভাষা)-এর উত্তর
১. ক। ২. গ। ৩. ঘ। ৪. ক। ৫. গ। ৬. ঘ। ৭. গ। ৮. ঘ। ৯. ক । ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. গ। ১৪. গ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. ক। ১৯. খ। ২০. খ।